Logo

সারাদেশ

বাউফলে তরমুজবাহী ট্রলারে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৫

বাউফলে তরমুজবাহী ট্রলারে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে তরমুজবাহী ট্রলার ডাকাতির প্রধান আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান।

শনিবার (৪ অক্টোবর) ভোররাত ৪টার দিকে ভোলার দক্ষিণ দিগালদি এলাকার নিজ বাড়ি থেকে র‍্যাব-৮-এর পটুয়াখালী ও ভোলা ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।

অভিযোগ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ রাত প্রায় ১১টার দিকে বাদীর মালিকানাধীন একটি ট্রলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের কপালবেড়া এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস তরমুজ নিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। ট্রলারে প্রায় ১৫ লাখ টাকার তরমুজ ছিল।

পথে বাউফলের নাজিরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে সশস্ত্র ডাকাতরা ট্রলার আটকায়। এ সময় তারা কৃষকদের মারধর করে পুরো ট্রলারভর্তি তরমুজ লুট করে নিয়ে যায়। ঘটনায় বাদীসহ অন্তত পাঁচজন কৃষক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কৃষক শহিদুল মাতব্বর বাদী হয়ে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে বাউফল থানায় মামলা দায়ের করেন।

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড লিডার রাশেদ আহসান বলেন, ‘অভিযুক্ত ডাকাতদের গ্রেপ্তারে র‍্যাব সর্বদা তৎপর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। জনগণের জানমাল রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন অভিযান অব্যাহত থাকবে।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর