Logo

সারাদেশ

নওগাঁয় গৃহবধূ পাখি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:০০

নওগাঁয় গৃহবধূ পাখি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নওগাঁর মান্দা উপজেলায় গৃহবধূ পাখি বেগম (৩০) হত্যা মামলার প্রধান আসামি এবং নিহতের দ্বিতীয় স্বামী তাইজুল ইসলামকে (২৫) রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার (৩ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রায়হান আলি সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের পর আত্মগোপনে থাকা তাইজুল ইসলামের অবস্থান প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের মাধ্যমে নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিহত পাখি বেগম মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের লবির উদ্দিনের মেয়ে এবং দুই সন্তানের জননী। তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ঢাকায় গিয়ে জীবন ধারণের চেষ্টা করছিলেন। সেখানে তার পরিচয় হয় তাইজুল ইসলামের সঙ্গে, পরে তারা বিয়ে করেন। হত্যাকাণ্ডের দুই সপ্তাহ আগে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

মৃতদেহ গত ২৫ সেপ্টেম্বর মান্দা উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া গ্রামের রাস্তার পাশে উদ্ধার করা হয়। মরদেহে মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ মনে করছে, এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়রা দ্রুত বিচার প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। পুলিশ আশা করছে, তাইজুল ইসলারের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল কারণ ও আসামিদের চিহ্নিত করা যাবে।

আব্দুর রাজ্জাক/এআরএস


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর