Logo

সারাদেশ

হাকিমপুরে বর্ষায় কাদামাখা রাস্তায় জনদুর্ভোগ

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৬

হাকিমপুরে বর্ষায় কাদামাখা রাস্তায় জনদুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের বাঁশমুড়ি গ্রামে সামান্য বৃষ্টিতেই দুই কিলোমিটার কাঁচা রাস্তা হাঁটু সমান কাদায় পরিণত হচ্ছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় প্রায় বিশহাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, শহিদুল ইসলাম বাড়ি থেকে মোড় পর্যন্ত কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে গেছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্থানীয়দের বাধ্য হয়ে প্রতিদিন কাদামাখা পথে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও অসুস্থ রোগীরা পড়ছেন সবচেয়ে বেশি সমস্যায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, বর্ষা এলে শিক্ষার্থীরা জুতা হাতে নিয়ে হেঁটে স্কুলে যায়, কৃষকরা ফসল বাজারে পৌঁছে দিতে পারছেন না। মো. মাসুদ রানা বলেন, ‘আমরা বছরের পর বছর এই কষ্ট সহ্য করছি।’

মো. মশফিকুর মাস্টার বলেন, ‘রাস্তার অবস্থা শিক্ষার্থীদের পড়াশোনায় প্রভাব ফেলছে। দ্রুত সংস্কার জরুরি।’

এ বিষয়ে আলীহাট ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল ইমরান হোসেন জানিয়েছেন, বিষয়টি আইনশৃঙ্খলা মিটিংয়ে আলোচনা হয়েছে এবং খুব শিগগিরই রাস্তাটির কাজ শুরু হবে।

হাকিমপুর উপজেলা প্রকৌশলী মো. এন্তাজুর রহমান বলেন, রাস্তাটি বিভিন্ন প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে, অনুমোদন মিললে দ্রুত কাজ শুরু হবে।

মো. লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর