খাগড়াছড়িতে 'অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:০৭
-68e0b9a278c80.jpg)
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পূণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাসকে আংশিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খাগড়াছড়ি ও গুইমারায় সম্প্রতি সংঘটিত নৃশংস ঘটনার প্রেক্ষিতে গত ১ অক্টোবর জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই জেলা প্রধান, ডিজিএফআই জেলা প্রধান ও এএসপি (তদন্ত) উপস্থিতিতে জুম্ম ছাত্র-জনতার পক্ষ থেকে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারা তাদের ৮ দফা দাবি, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। প্রশাসনের পক্ষ থেকে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয় এবং শহীদ পরিবারের প্রতি নগদ ৫০ হাজার টাকা প্রদানের বিষয়টি জানানো হয়।
এরপর খাগড়াছড়িতে 'স্থগিত অবরোধ' কর্মসূচি প্রত্যাহারের পর জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগে জুম্ম ছাত্র-জনতার সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়। পরবর্তী মেডিকেল পরীক্ষায় কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। ওই ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন।
এআরএস