Logo

সারাদেশ

সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যু সংবাদ গুজব : কারা কর্তৃপক্ষ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১২:২১

সাবেক এমপি মাহাবুব আরা গিনির মৃত্যু সংবাদ গুজব : কারা কর্তৃপক্ষ

সামাজিক যোগাযোগমাধ্যমে গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির কারাগারে মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) ‘গাইবান্ধা জেলা’ নামের একটি ফেসবুক পেজে এ সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা ও উদ্বেগ তৈরি হয়।

কারা কর্তৃপক্ষের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং সুস্থ আছেন। তিনি তিনটি ফৌজদারি মামলায় নিয়মিতভাবে গাইবান্ধা আদালতে হাজিরা দিচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যমের জন্য অনুচিত। তাই সকলকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

একইসঙ্গে জনগণের উদ্দেশে বলা হয়েছে, কারাগার সংক্রান্ত যেকোনো তথ্য জানতে চাইলে কারা কর্তৃপক্ষের হটলাইন নম্বর ১৬১৯১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এনএমএম/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর