Logo

সারাদেশ

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:১৭

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে সীমান্তের শূন্যরেখায় এ বৈঠক বসে।

বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম ও ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শৈলেশ কুমার।

৫৮ বিজিবি কমান্ডার লে. কর্নেল মো. রফিকুল আলম জানান, মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত মেইন পিলার ৫৩–এর কাছে শূন্যরেখায় এ বৈঠক হয়। দুই ঘণ্টাব্যাপী আলোচনায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা রোধ, মানব পাচার ও গরু পাচার প্রতিরোধ, মাদক চোরাচালান বন্ধসহ সীমান্তসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ৫৮ বিজিবির পক্ষে স্টাফ অফিসারসহ ১০ জন ও বিএসএফের পক্ষে কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশ নেন। উভয় পক্ষই সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর