শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২২
-68e0cb2df0f0f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামের গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড পোশাক কারখানায় তালা ঝুলতে দেখে বিক্ষোভে ফেটে পড়েন পাঁচ শতাধিক শ্রমিক।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে কাজে যোগ দিতে এসে হঠাৎ এমন পরিস্থিতি দেখে উত্তেজিত হয়ে ওঠেন তারা। পরে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
শ্রমিকরা জানান, এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই দাবিতে আন্দোলন করেছিলেন তারা। তখন কর্তৃপক্ষ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এক মাসের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। আজ কারখানা খোলার কথা থাকলেও মূল ফটকে তালা ঝুলতে দেখে আবারও ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
কারখানার গেটে টানানো এক নোটিশে উল্লেখ করা হয়, আগামী ৭ অক্টোবর বেতন পরিশোধ করা হবে এবং ৮ অক্টোবর থেকে কারখানা চালু করা হবে।
শ্রমিক প্রতিনিধি শামীম বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে ১ অক্টোবর দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা মানা হয়নি। আজ সকালে তালা দেখে আমরা আবার আন্দোলনে বসি।’
খবর পেয়ে শ্রীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ওসি আবদুল লতিফ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, রোববার (৫ অক্টোবর) থেকে কারখানা চালু হবে এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) এর মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা হবে। পুলিশের মধ্যস্থতায় বেলা ১১টার দিকে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে বাড়ি ফিরে যান।
শ্রমিকদের উদ্দেশে ওসি আবদুল লতিফ বলেন, ‘চাকরি থাকলে সংসার ভালো চলবে। নিয়ম মেনে কাজ করলে কারখানা ভালো চলবে, আপনাদেরও ভালো থাকবে।’
কারখানার সিনিয়র মেকানিক ফরিদুল ইসলাম বলেন, ‘সকাল ৮টার দিকে এসে দেখি কারখানার গেটে তালা ঝুলানো। পরে সবাই মিলে অবস্থান নেই এবং দাবি তুলি বেতন পরিশোধ ও কারখানা খোলার।’
এ বিষয়ে কারখানার অ্যাডমিন ম্যানেজার পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আতাউর রহমান সোহেল/এআরএস