কিশোরগঞ্জ-২ আসনে খোকনের নির্বাচনী প্রচারণা শুরু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৩:২৫
-68e0cc054d2c0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব আহমদ ফারুক খোকন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে পাকুন্দিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকায় বৃক্ষরোপণের মধ্য দিয়ে তিনি প্রচারণার সূচনা করেন। পরে হোসেন্দী বাজারে স্থানীয়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
সন্ধ্যায় হোসেন্দী কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন খোকন। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্ব পালন করেছি। আন্দোলনে বারবার নির্যাতিত হয়েছি। জনগণের ভালোবাসা নিয়েই এবার নির্বাচনের মাঠে নেমেছি।’
গণসংযোগ শেষে রাত ৯টার দিকে তিনি জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আহমদ ফারুক খোকন পাকুন্দিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। ৯০–এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা রাখেন এবং একাধিকবার কারাবরণ করেন।
স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক কর্মকাণ্ডের কারণে খোকন এ আসনে মনোনয়নের যোগ্য প্রার্থী।
আব্দুর রউফ ভুঁইয়া/এআরএস