Logo

সারাদেশ

দুর্গা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ১৫:০৮

দুর্গা বিসর্জনে নৌকাডুবিতে নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কালিয়াকৈরে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ঘাটাখালি নদীর বরিয়াবহ এলাকা থেকে তন্ময় (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার সকালে অঙ্কিতা রানী দাস (৪) নামে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন দিতে পরিবারসহ ইঞ্জিনচালিত একটি নৌকায় ওঠেন শিশুরা। এ সময় অপর একটি নৌকার সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। নৌকায় প্রায় ১৮ জন ছিল। অন্যরা সাঁতরে তীরে উঠলেও অঙ্কিতা ও তন্ময় নিখোঁজ হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘প্রতিমা বিসর্জনে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিখোঁজ সংবাদ শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর