Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় গ্রেপ্তার ৪ জনের ৩ জন বিএনপির নন বলে দাবি দলের একপক্ষের

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২০:০৬

আলফাডাঙ্গায় গ্রেপ্তার ৪ জনের ৩ জন বিএনপির নন বলে দাবি দলের একপক্ষের

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ওসির বিরুদ্ধে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচির প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে একজন বিএনপির রাজনীতির সাথে জড়িত, বাকিরা নন— এমন দাবি তুলেছে দ্বিধাবিভক্ত আলফাডাঙ্গা উপজেলা বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম সমর্থিত পক্ষ।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে স্থানীয় উপজেলা পরিষদ সড়কে অবস্থিত বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস। লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুজ্জামান খসরু।

লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ৫ আগস্টের আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নির্বাচনে অংশ নেওয়ার দায়ে কামরুল ইসলাম দাউদ, রামজান মোল্যা, নজরুল ইসলামসহ কয়েকজনকে বহিষ্কার করা হয়। তারা পরবর্তীতে বিএনপির নেতা খোশবুর রহমান খোকনের ছত্রছায়ায় থেকে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও প্রশাসনের ভয় দেখিয়ে অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

সংবাদ সম্মেলনে এসব অভিযোগের উদাহরণ হিসেবে বলা হয়, জাটিগ্রামের রফিক মেম্বারকে অপহরণ করে শারীরিকভাবে হেনস্তা করা, বোয়ালমারীর চাঁদ মিয়া ও দুলু চৌধুরীকে মারধর, যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লাকে প্রহৃত করা এবং বনি আমিন ও উজ্জ্বল শেখকে মারধর করে মুক্তিপণ দাবি করার ঘটনা।

লিখিত বক্তব্যে গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা খোশবুর রহমান খোকনকে ‘সন্ত্রাসীর গডফাদার’ হিসেবে আখ্যা দেওয়া হয়। উল্লেখ করা হয়, বনি আমিন এ বিষয়ে থানায় মামলা করলে ৩ অক্টোবর খোশবুর রহমান পরদিন প্রশাসনের বিরুদ্ধে মানববন্ধন করতে গেলে ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পুলিশ তাকে চারজনসহ গ্রেপ্তার করে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, শুক্রবার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রেপ্তারকৃত চারজনকেই বিএনপির নেতা হিসেবে প্রচার করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে শুধুমাত্র খোশবুর রহমান খোকন বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন, বাকি তিনজন নন।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপি বর্তমানে দুই ভাগে বিভক্ত। এক অংশের নেতৃত্ব দিচ্ছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ওরফে ঝুনু। এ দুজনই ফরিদপুর-১ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী।

এ অভিযোগ বিষয়ে জানতে শামসুদ্দিন মিয়ার অনুসারী আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর