Logo

সারাদেশ

গাজীপুরে দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০০

গাজীপুরে দুই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩

গাজীপুরে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় প্রথম দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

এর আধা ঘণ্টা পর শহরের চৌরাস্তা-জয়দেবপুর সড়কের ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি মোটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। চালকসহ অপর দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর মহানগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। অপরদিকে ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় আরেকটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের লাশ মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর