Logo

সারাদেশ

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ভিপি নুর, কুষ্টিয়ায় আনন্দ মিছিল

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:২৪

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ভিপি নুর, কুষ্টিয়ায় আনন্দ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার উপলক্ষে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও পথসভা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেকের নেতৃত্বে এনএস রোডে ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পথসভায় মিলিত হয়।

পথসভায় সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, `আজ আমাদের প্রাণের নেতা, বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন ভিপি নুরুল হক নুর দেশে ফিরে এসেছেন। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। বাংলাদেশে ভিপি নুরের মতো নেতা একশ বছরে তৈরি হয় না। যতবার তাকে হত্যার চেষ্টা হয়েছে, তিনি প্রত্যেকবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে এসেছেন।'

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি জিলহজ্জ খান ও সাধারণ সম্পাদক মিনহাজুল হক পাপ্পু, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মিলন মালিথা, জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ, কুষ্টিয়া সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. রুমন ইসলামসহ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণ অধিকার পরিষদ নুরুল হক নুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর