Logo

সারাদেশ

মানববন্ধনের আগে গ্রেপ্তার, সন্ধ্যায় জামিন পেলেন বিএনপির ৩ নেতা

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৩১

মানববন্ধনের আগে গ্রেপ্তার, সন্ধ্যায় জামিন পেলেন বিএনপির ৩ নেতা

ফরিদপুরের আলফাডাঙ্গায় মামলার প্রতিবাদে মানববন্ধন প্রস্তুতিকালে গ্রেপ্তার হওয়া বিএনপির চার নেতার মধ্যে তিনজন জামিনে মুক্তি পেয়েছেন। তবে একজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের ৯নং আমলী আদালতের ভারপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের খাস কামরায় জামিন শুনানি হয়।

শুনানি শেষে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০), পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী (৩৫) এবং আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামকে (৪০) জামিন দেন আদালত। তবে উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যার (৩৩) জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলা সদর বাজারের কলেজ রোডের চুয়াল্লিশের মোড়ে মানববন্ধন প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

আসামি পক্ষের আইনজীবী সরোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে রমজান মোল্যা ছাড়া অন্য কারও বিরুদ্ধে মারধরের অভিযোগ এজাহারে উল্লেখ নেই। তাছাড়া খোশবুর রহমান খোকনকে হুকুমের আসামি করা হয়েছে। আইন অনুযায়ী হুকুমের আসামি জামিন পেতে পারেন।’

পরে শুনানি শেষে আদালত তিনজনের জামিন মঞ্জুর করেন এবং রমজান মোল্যাকে কারাগারে পাঠান।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে পাশের বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের সাবেক ছাত্রদল নেতা বনি আমিন আলফাডাঙ্গা থানায় মামলা করেন। মামলায় তিনি ও উপজেলা বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করার অভিযোগ করা হয়। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ওই মামলার প্রতিবাদে শনিবার সকালে বিএনপির একাংশ ওসির অপসারণ দাবিতে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজন ও অজ্ঞাত এক আসামিকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, ‘তিনজন জামিন পেয়েছেন কি না, তা আমার জানা নেই। যদি আদালত জামিন দিয়ে থাকেন, সেটি আদালতের এখতিয়ার।’

মিয়া রাকিবুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি আদালত মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর