Logo

সারাদেশ

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৪৩

সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৪ আক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় এ সংঘর্ষ হয়।

এতে অন্তত ১৬ জন আহত হন। স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে, তারা হলেন—জাবেদ, জাকির, তানভীর, সিরাজুল ইসলাম, ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু, জাহিদুল ইসলাম, সৌরভ বড়ুয়া, মো. পারভেজ, নুরুল আলম, শুক্কুর আলম, রায়হান ও শামীম।

জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর