শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩
ছবি : বাংলাদেশের খবর
শেরপুরে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আব্দুল মোতালেব ওরফে হাজী মিয়া (৫৫) নামের এক মনোহরি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) বিকেলে শহরের সজবরখিলা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোতালেব শহরের গোপালবাড়ী এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে আর কোনো খোঁজ না পেয়ে স্বজনরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বিকেলে শহরের সজবরখিলা এলাকার হরিজন পল্লীর পেছনের একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহরিয়ার শাকির/এআরএস

