বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-র্যালি, ড্রোন উড়িয়ে অভিযান

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৬
-68e1de45ec748.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে বরিশালে নৌ-র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে নগরের ডিসি ঘাট এলাকা থেকে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে নৌ-র্যালিটি শুরু হয়। র্যালিটি কীর্তনখোলার বিভিন্ন পয়েন্ট ঘুরে আবার ডিসি ঘাটে এসে শেষ হয়।
নৌ-র্যালিতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কামরুল ইসলামসহ প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।
মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা ও উপজেলায় ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। এ সময়ে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করলে দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা করা হবে।
জেলা প্রশাসক জানান, এ অভিযানের মাধ্যমে মৎস্য সম্পদ রক্ষা করা যাবে এবং দেশে ইলিশের সরবরাহ বৃদ্ধি পাবে। পাশাপাশি জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় প্রত্যেক কার্ডধারী জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল জেলায় জেলের সংখ্যা ৭৯ হাজার ৬২৩ জন। এর মধ্যে কার্ডধারী আছেন ৬৬ হাজার ৫২৪ জন। তাঁদের জন্য ১ হাজার ৬৬৩ দশমিক ১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। পুরো বিভাগে জেলের সংখ্যা ৪ লাখ ৪৭ হাজার। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে।
অন্যদিকে, ইলিশের অভয়াশ্রম হিসেবে চিহ্নিত বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীতে কঠোর অভিযান শুরু হয়েছে।
এআরএস