Logo

সারাদেশ

পটিয়া বাইপাস সড়কে অন্ধকার নামলেই সক্রিয় কুখ্যাত ‘ত্রিপল পার্টি’ চক্র

Icon

ইমরান হোসেন মুন্না, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:০৬

পটিয়া বাইপাস সড়কে অন্ধকার নামলেই সক্রিয় কুখ্যাত ‘ত্রিপল পার্টি’ চক্র

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক সন্ধ্যা নামলেই পরিণত হয় আতঙ্কের রাজ্যে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই পুরো এলাকায় নেমে আসে ভুতুড়ে নীরবতা। অন্ধকার ঘনিয়ে এলে সক্রিয় হয়ে ওঠে ছিনতাইকারী, ইয়াবা কারবারি ও কুখ্যাত ‘ত্রিপল পার্টি’ চক্র। এতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যাত্রী সবাই আতঙ্কে থাকেন।

যানজট এড়াতে ছয় বছর আগে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। তবে চার বছর আগে বৈদ্যুতিক লাইন কেটে দেওয়ার পর থেকে আর তা মেরামত হয়নি। ফলে সন্ধ্যার পর অন্ধকারকে পুঁজি করে অপরাধীরা রাতভর অবাধে তৎপরতা চালায়।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই সড়কটিতে সিএনজি, মোটরসাইকেল কিংবা পথচারীর চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। কেউ ভুল করে ঢুকলে ছিনতাইয়ের শিকার হওয়ার আশঙ্কা থাকে। নিরাপত্তাহীনতায় এলাকাবাসী সন্ধ্যার আগেই ঘরে ফিরে যান।

শান্তিরহাট বোর্ড অফিস থেকে চক্রশালা বাইপাস সংযোগ পর্যন্ত এলাকাজুড়ে দলে দলে সক্রিয় থাকে ছিনতাইকারীরা। শুধু পথচারী নয়, কাভার্ডভ্যান ও ট্রাক থেকেও তালা কেটে মালামাল লুটের অভিযোগ রয়েছে। একই সড়ক দিয়ে ইয়াবা পাচারও হয় বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি পটিয়া হাসপাতাল গেট থেকে যাত্রীবেশে রিকশায় উঠে দুই ছিনতাইকারী চালককে বাইপাস সড়কে নিয়ে যায়। সেখানে তাকে হত্যার চেষ্টা করা হয়। চালকের চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত ওই চালকের গলায় ১২৭টি সেলাই দিতে হয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বাইপাস সড়কে ছিনতাইয়ের ঘটনা প্রায়ই ঘটছে। এ পর্যন্ত কয়েকজনকে আটক করা হয়েছে।’

হাইওয়ে পুলিশের ওসি জসীম উদ্দিন জনবল সংকটের কথা উল্লেখ করে বলেন, ‘পর্যাপ্ত টহল দেওয়া সম্ভব না হলেও সীমিত জনবল নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি অপরাধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর