সাতকানিয়ায় ডায়মন্ড গ্রুপের কালার বার্ড লালন-পরিচর্যা সমাবেশ
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:২৬
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের সাতকানিয়ায় একদিন বয়সের লেয়ার ও কালার বার্ড বাচ্চা উৎপাদনকারী ডায়মন্ড গ্রুপের উদ্যোগে কালার বার্ড লালন পালন এবং পরিবেশকদের দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় কেরানীহাটের হোটেল সী ওয়ার্ল্ডে হল রুমে এই সমাবেশের আয়োজন করা হয়।
ডায়মন্ড গ্রুপের চট্টগ্রাম বিভাগের আরএসম নোমান রব্বানীর সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন ডায়মন্ড গ্রুপের এজিএম কৃষিবীদ মোহাম্মদ সোহেল রানা। আলোচনা করেন হেন্ডরিক্স জেনেটিকের কান্ট্রি ম্যানেজার ডা. মহি উদ্দিন।
ডা. মহি উদ্দিন বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে প্রান্তিক খামারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। আপনারা আপনার শ্রম, মেধা ও প্রচেষ্টার মাধ্যমে দেশের খাদ্যের চাহিদা পূরণে অবদান রাখছেন। পোল্ট্রি শিল্পে ভালো মুনাফা করতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন—উন্নত স্থানে ফার্ম নির্মাণ, উন্নত জাতের বাচ্চা লালন পালন, যথাযথ তাপমাত্রা, সময়মতো ভ্যাকসিন প্রদান এবং খাদ্য ও পানি সরবরাহ। এছাড়া পোল্ট্রি শিল্প সম্পর্কিত বইপুস্তক অধ্যয়ন ও ডাক্তারদের পরামর্শ নিলে ফার্ম থেকে দ্রুত বেশি মুনাফা অর্জন করা সম্ভব।’
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সোহেল রানা বলেন, ‘ডায়মন্ড গ্রুপের বাচ্চাগুলো আধুনিক প্রযুক্তিতে উৎপাদিত। আমাদের মাদার বাচ্চাগুলো বিশ্বের উন্নত দেশ থেকে সংগ্রহ করা হয়। তাই ডায়মন্ড গ্রুপের বাচ্চা নিয়ে প্রতারণার কোনো সম্ভাবনা নেই।’
সমাবেশে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে প্রায় দেড় শতাধিক খামারী ও পরিবেশক অংশগ্রহণ করেন।
আবুল কালাম আজাদ/এআরএস

