মেহেরপুরে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন
 
						মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৩
-68e1e962ef1eb.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা শহরে রাস্তা নির্মাণের দাবিতে এলাকাবাসি শনিবার (৪ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে। তারা প্রশাসনকে তিন দিনের মধ্যে রাস্তার কাজ শুরু ও সম্পূর্ণ করার আল্টিমেটাম দিয়েছেন।
বড়বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন প্রকৌশলী রাশিদুল ইসলাম বোরহান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাকিল আহমাদ।
অন্যান্য বক্তব্য রাখেন গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, গাংনী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রুহুল আমিন, এনসিপির জেলা সংগঠক মোজাহিদুল ইসলাম, স্থানীয় রাজনৈতিক নেতা সরোয়ার হোসেন ও জামাল উদ্দিন প্রমুখ।
অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, ‘আগামীকাল থেকে রাস্তার কাজ শুরু করতে হবে এবং তা দ্রুত সম্পূর্ণ করতে হবে। এ বিষয়ে প্রশাসনকে আমরা স্পষ্ট আল্টিমেটাম দিচ্ছি।’
এআরএস


 
			