হিলি স্থলবন্দরের বেহাল রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস বিভাগীয় কমিশনারের

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০৯:৪৭
-68e1ea62cccd1.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম (এনডিসি) শনিবার (৪ অক্টোবর) দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন।
বেলা সাড়ে ১১টায় তিনি হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনের সময় বিভাগীয় কমিশনার সীমান্তের জিরো পয়েন্ট ডাকবাংলোয় কিছু সময় অবস্থান করেন। এরপর তিনি হিলি স্থলবন্দরের বেসরকারি অপারেটর পানামা পোর্টের অভ্যন্তরীণ কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
গণমাধ্যম কর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, হিলি স্থলবন্দর দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমদানি বৃদ্ধি পেয়েছে, তবে রপ্তানি আরও বাড়াতে হবে। এতে সরকারের রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি আরও বলেন, আমদানি–রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
স্থলবন্দরের বেহাল রাস্তার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাস্তার উন্নয়ন কাজ চলছে, তবে কাজের গতি ধীর। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে।
পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মোছা. হুমায়রা বেগম, একান্ত সচিব মো. রেজাউল করিম, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন।
লুৎফর রহমান/এআরএস