Logo

সারাদেশ

শাপলা চেয়ে পেয়েছিলাম ডাব : কাজী রেজাউল

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:২৬

শাপলা চেয়ে পেয়েছিলাম ডাব : কাজী রেজাউল

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেছেন, দল নিবন্ধনের সময় আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে ডাব প্রতীক দেওয়া হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পরিস্থিতি অনুকূল হলে বাংলাদেশ কংগ্রেস নির্বাচনে অংশ নেবে।

তিনি বলেন, গণতন্ত্রের বিকাশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখতে চাই।

শুক্রবার (৩ অক্টোবর) মাগুরা শহরের হাজী রোডে দলীয় কার্যালয়ে বাংলাদেশ কংগ্রেস মাগুরা জেলা শাখার প্রস্তাবিত নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী রেজাউল হোসেন আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়—সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। শহীদদের আত্মত্যাগই আমাদের পথপ্রদর্শক, তাই গণঅভ্যুত্থানের মূল চেতনা ও লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না।

তিনি সতর্ক করে বলেন, কিছু ব্যক্তি ও মহল নিজেদের স্বার্থসিদ্ধির জন্য গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে।

সভায় জেলা কংগ্রেসের প্রস্তাবিত কমিটির সভাপতি শতদল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মোল্লার সঞ্চালনায় সদর উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তাছিন জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর