Logo

সারাদেশ

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৩

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:৩১

বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ৩

বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার চকভোলাখাঁ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল ইসলাম রাজু রাতে নিজ গ্রামে মামাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যান। খবর পেয়ে শিবগঞ্জ থানার এসআই আল মামুনের নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে।

রাজুকে গ্রেপ্তারের সময় তার হাতে হাতকড়া পরানো হয়। এ সময় তার কয়েকশ আত্মীয় স্বজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় রাজুকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়া হয়। ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হন।

পুলিশ সূত্রে জানা যায়, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ ১৬টি মামলা রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

ঘটনার পরপরই রাজুকে ধরতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চিকিৎসাধীন।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর