Logo

সারাদেশ

মানিকগঞ্জে স্বর্ণালংকার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:২৪

মানিকগঞ্জে স্বর্ণালংকার দোকানে ডাকাতি, ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকায় শনিবার গভীর রাতে স্বর্ণালংকারের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দোকান থেকে প্রায় ২০-২২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে দোকান মালিক শুভ দাস (৩৫) ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

পুলিশ জানায়, রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে পশ্চিম দাশড়ার পান্ডব ভবনের নিচ তলায় অবস্থিত ‘অভি অলংকার’ নামে দোকানে ১-২ জন দুর্বৃত্ত প্রবেশ করে। তারা শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে প্রায় ৩৬ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়।

খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

আফ্রিদি আহাম্মেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর