Logo

সারাদেশ

দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, হুমকিতে ৫ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প

নদী ভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৪০

দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, হুমকিতে ৫ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, রাস্তাঘাট, বাজার, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ প্রকল্প।

নদী ভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে শনিবার (৪ অক্টোবর) বিকেলে কোলদিয়াড় গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আতর আলী ফরাজির নেতৃত্বে এলাকার নদীর পাড় জুড়ে শত শত নারী ও পুরুষ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ৪ নং মরিচা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান, মরিচা ইউপি যুবদলের সভাপতি হামিদুল ইসলাম, মজনু সর্দার, মরিচা ইউপি স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শিক্ষক শফি কামাল, আলহাজ্ব ইজাজুল হক, নেহেরুল ইসলাম, রিফাজ উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহুল, সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল, মান্নান সর্দার, সাইফুল ইসলাম, পিন্টু সহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।

স্থানীয়রা অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর পানি কমার সাথে সাথে কোলদিয়াড় গ্রামের নিচ দিয়ে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। বর্তমানে কোলদিয়াড় থেকে হাটখোলা পাড়া বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের অধীনে চলমান প্রায় ৫ কোটি টাকার জিও ব্যাগ ফেলানোর কাজও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এর ফলে শুধু মরিচা ইউনিয়নই নয়, পাশ্ববর্তী ভেড়ামারা উপজেলার রাইটা-পাথরঘাটা থেকে দৌলতপুরের আল্লাহরদর্গা বাজার সংযোগ সড়ক, রাইটা-মহিষকুন্ডী বন্যা প্রতিরক্ষা বাঁধ, ভুরকা-বৈরাগীরচর সড়কসহ বিস্তীর্ণ এলাকার জনজীবনও হুমকির মুখে পড়বে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোকনুজ্জামান স্থানীয় সাংবাদিকদের জানান, দুই-এক দিনের মধ্যে এলাকা পরিদর্শন করে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলানোর কাজ শুরু করা হবে।

এদিকে, ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন দিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন নদী ভাঙন জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর