৬ দাবিতে আলফাডাঙ্গায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাসেবা বন্ধ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫০
-68e21526f0c4b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এর ফলে উপজেলার টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছে।
রোববার (৫ অক্টোবর) সকাল থেকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আলফাডাঙ্গা উপজেলা শাখার সদস্যরা কর্মবিরতি পালন করেন।
শাখার সভাপতি তৈয়বুর রহমান ও সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দীর্ঘ আন্দোলনের পরও দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে।
তাদের মূল দাবিগুলো হলো: বেতন বৈষম্য দূরীকরণ, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে পদোন্নতি, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতিতে ধারাবাহিক উচ্চ গ্রেড নিশ্চিতকরণ।
মিয়া রাকিবুল/এআরএস