Logo

সারাদেশ

রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে ইয়াবা বাণিজ্য, রোহিঙ্গা দম্পতি আটক

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:০৫

রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে ইয়াবা বাণিজ্য, রোহিঙ্গা দম্পতি আটক

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় নেজাম নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে বিজিবি ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. আয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়া (৩৫) নামে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান রোববার (৫ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, মায়ানমার থেকে পাচার হওয়া ইয়াবার একটি চালান ইসলামাবাদ এলাকায় অত্যন্ত গোপনে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে অধিনায়ক নেতৃত্বে একাধিক চৌকস দল মোতায়েন করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

৫ অক্টোবর রাত ২ টার দিকে ইসলামাবাদ এলাকায় অভিযান শুরু হয়। এ সময় নেজামের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে আইয়ুব ও তার স্ত্রী রাবিয়া আটক হন। তাদের স্বীকারোক্তি এবং বিজিবি’র বিশেষ ডগ স্কোয়াডের (নারকোটিক্স) অনুসন্ধানে দেখা যায়, বাসার ভিতরে অতি সতর্কতার সঙ্গে ইয়াবা লুকানো হয়েছিল।

বিজিবি জানায়, আইয়ুবের বাসা থেকে মোট ৯ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় পলাতক থাকা ইসলামাবাদ এলাকার ইসমাইল নামে আরেক আসামির খোঁজ শুরু হয়েছে।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ‘এই সফল মাদকবিরোধী অভিযান সীমান্ত সুরক্ষা ও যেকোনো ধরনের অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতির প্রতিফলন। যারা পলাতক, তাদের গ্রেপ্তারের তৎপরতা জোরদার করা হয়েছে।’

ইব্রাহীম মাহমুদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রোহিঙ্গা শরণার্থী মাদক কারবারি আটক গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর