Logo

সারাদেশ

গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৩:২১

গুইমারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি

ছবি : বাংলাদেশের খবর

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে গেছে। শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী, বিজিবি, আনসার-ভিডিপি ও পুলিশের সহায়তায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের একটি গাড়ির ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়। তাদের ধারণা, শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকার বেশি বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ছোটন বিশ্বাস/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর