Logo

সারাদেশ

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৬:০৭

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ আল মামুন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা। রোববার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আল মামুন (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে৷

গোয়েন্দা পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের নোয়াদিয়া এলাকায় উপপরিদর্শক মোবারক ও সহকারি উপপরিদর্শক জামিরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখার একটি দল। এসময় ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএন্ডবি ব্রিজের ১০০ গজ পশ্চিমে একটি পিকআপ তল্লাশী করা হয়। পরে তল্লাশী করে পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা। এসময় পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ‘পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরি করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপ চালকসহ ভ্যানটি আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

  • সুমন রায়/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর