গাজীপুরে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:২৩
---2025-10-05T172128-68e2552e0eebc.jpg)
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক। ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় ৮ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার কাশফুল উলুম মেহেরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার গোসলখানায় ঘটনাটি ঘটে।
রোববার (৫ অক্টোবর) সকালে শিশু তার বাবাকে বলাৎকারের বিষয়টি জানালে সবার নজরে আসে। খবর পেয়ে পুলিশ দুপুরে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন (২২) গ্রেপ্তার করেছে।
অভিযুক্ত শিক্ষক ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ধনতা গ্রামের বাসিন্দা এবং উক্ত মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসার গোসলখানায় অভিযুক্ত শিক্ষক শিশুটিকে জোরপূর্বক বলাৎকার করে। রোববার সকালে শিশুটির বাবা মাদ্রাসায় এলে ভুক্তভোগী শিশু ঘটনাটি জানায়। এরপর বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অভিযুক্ত ইসমাইল হোসেনকে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক ও ভুক্তোভুগি শিশুটিকে হেফাজতে নেয়। শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার তদন্ত চলছে।’
তিনি আরও বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
- আতাউর রহমান সোহেল/এমআই