
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় বোনের বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সুমন হোসেন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাখরবা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শিশু সুমন হোসেন কুষ্টিয়া জেলার কুমারখালী ইউনিয়নের কুমারখালী গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। সে গত তিন অক্টোবর তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।
জানা যায়, সুমন বেলা ১১টার দিকে বাড়ি থেকে খেলতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি। ঘটনা জানাজানি হলে গ্রামবাসী ওই শিশুকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তার বোনের বাড়ি পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, শৈলকুপা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
- এম বুরহান উদ্দীন/এমআই