আফসার হত্যাকাণ্ড : আসামিদের শাস্তির দাবিতে ভাঙ্গায় মানববন্ধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৭:৫৯
---2025-10-05T175327-68e25dabd0ef4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্মমভাবে খুন হওয়া আফসার হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
রোববার (৫ অক্টোবর) বেলা ১১টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় স্থানীয় শতশত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারীরা দাবি জানান, হত্যাকাণ্ডের ২০ দিন পার হলেও এখনও অধিকাংশ আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহতের স্ত্রী ও মামলার বাদি সেতু বেগম অভিযোগ করে বলেন, ‘গত ১৬ সেপ্টেম্বর রাতে বিল্লাল কাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর ২০ দিন পার হলেও এখনো মূল হোতাসহ অনেক আসামি গ্রেপ্তার হয়নি।
তিনি আরও বলেন, ‘আমরা তিনজনকে পুলিশের হাতে তুলে দিয়েছি, কিন্তু এখন উল্টো আসামিরা আমাদের মামলা উঠিয়ে নিতে হুমকি দিচ্ছে। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এলাকাবাসীর দাবি, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করে আফসার হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা হোক।
স্থানীয় সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট জহুরুল হক মিঠু বলেন, ‘নওপাড়া একটি শিক্ষিত ও ভদ্র গ্রাম হিসেবে পরিচিত। সেখানে এমন একটি জঘন্য হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না। আমরা বিল্লাল কাজীসহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ‘ইতোমধ্যে এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
- ইমরান মুন্সী/এমআই