নরসিংদীতে আ.লীগ নেতাকে মিষ্টিমুখ করানোয় বিএনপির ৩ নেতা শোকজ

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
---2025-10-05T185245-68e26a3c5f2b9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে মিষ্টিমুখ করানোয় বিএনপির ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। এদের মধ্যে রয়েছে চরদিঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সী, সদস্য মো. ইউনূস মিয়া ও সদস্য ওমর ফারুক।
শনিবার (৪ অক্টোবর) রাতে তাদেরকে দলীয় প্যাডে এই কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১ অক্টোবর দোয়ানী বাজার বণিক সমিতির কমিটি গঠনের সময় মো. ইউনূস মিয়া ও তার তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক পদে চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী ইকবালকে মনোনীত করা হয়। কমিটি গঠন শেষে ওই ইকবালকে ‘মিষ্টিমুখ করানো’ ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং দলীয় শৃঙ্খলার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সাবেক চরদিঘলদী ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতি পদপ্রার্থী ছিলেন।
এই ঘটনায় সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চরদীঘলদী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রশিদ মুন্সী, সদস্য মো. ইউনূস মিয়া এবং ওমর ফারুককে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে তারা সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব পেশ করবেন। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে স্বাক্ষর করেছেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন।
- সুমন রায়/এমআই