Logo

সারাদেশ

ঝিনাইদহে অতিরিক্ত মদপানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:০১

ঝিনাইদহে অতিরিক্ত মদপানে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপায় দুর্গাপূজায় মামা বাড়িতে বেড়াতে এসে অতিরিক্ত মদপানে নন্দিনী রানি সরকার তুলি (২২) নামের এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নন্দিনী রানি সরকার (২২) মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে। 

সে দুর্গাপূজা উপলক্ষে তার নানার বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে সপ্তমীর দিনে বেড়াতে এসেছিল। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।

নন্দিনীর নানা সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী আমাদের বাড়িতে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বেড়াতে আসে। এরপর দশমীর দিনে সে তার বান্ধবীদের সাথে বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে সে তার অন্যান্য বান্ধবীদের সাথে মদপান করে। পরে রাতে সে অসুস্থ হলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করা হয়। এরপর সুস্থবোধ করলে ডাক্তার তাকে ছাড়পত্র দিয়ে দেন। পরবর্তীতে সে আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে কুষ্টিয়া সদর হাসপাাতলে রেফার্ড করে। তারপর তাকে সেখানে ভর্তি করা হলে রোববার ভোর ৪টার দিকে মারা যায় নন্দিনী।

নন্দিনী রানির বড় কাকা গণেশ চন্দ্র সরকার জানান, চিকিৎসকরা জানিয়েছেন অতিরিক্ত মদপানের কারণে নন্দিনীর মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে কুষ্টিয়া হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছি। 

তিনি আরও জানান, আমার ভাতিজি অনেক মেধাবী ছিল। তাকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘ঘটনাটির বিষয়ে শুনেছি। বিস্তারিত তথ্য এখনো পাইনি। এ বিষয়ে কোনো অভিযোগও থানায় জমা হয়নি।’

  • এম বুরহান উদ্দীন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর