বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার
ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১৯:২০
বগুড়ার ধুনটে কিশোরী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুলাভাই ইউসুফ আলীকে (২৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার তক্তারচালা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইউসুফ আলী ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া এলাকার দিপু প্রামাণিকের ছেলে। সম্পর্কে ওই কিশোরীর আপন দুলাভাই বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ জুলাই দুপুরে দুলাভাই ইউসুফ আলীর বাড়িতে বেড়াতে যান তার ১৩ বছরের ওই কিশোরী শ্যালিকা। এসময় ইউসুফ আলী তার স্ত্রীকে চিকিৎসার কাজে ধুনট শহরের ডাক্তার খানায় পাঠিয়ে দেন। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ইউসুফ আলী তাকে একা পেয়ে কৌশলে ঘরের ভেতর নিয়ে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত একটি ভ্যানে তুলে দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেন ইউসুফ আলী। বাড়িতে ফিরে কিশোরী বিষয়টি পরিবারকে জানায়।
পরে পরিবারের সদস্যরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর গত ৯ আগস্ট ওই কিশোরী সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। এ ঘটনায় ৩১ আগস্ট কিশোরীর ভাই বাদি হয়ে ইউসুফ আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
ধুনট থানার ডিউটি অফিসার জানান, আসামিকে গ্রেপ্তারের পর রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
- মিনহাজ উদ্দিন/এমআই


