কক্সবাজারে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, আটক ৬

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:১৪
---2025-10-05T200620-68e27d2878d66.jpg)
নিহত শিশু আফসি মনি (৪)। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর ৪ বছরের এক শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর দিলু মেম্বারের বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ৬ জনকে আটক করেছে।
নিহত শিশুর নাম আফসি মনি (৪)। সে হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ড হোয়াকিয়া পাড়ার ইঞ্জিনিয়ার মামুনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, গত শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় আফসি। পরদিন স্থানীয়রা পাশের পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান।
পরিবারের অভিযোগ, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে। নিহত আফসির কানে থাকা দুলটি নেই এবং মুখে প্লাস্টারের দাগ পাওয়া গেছে।
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল বড়ুয়া বলেন, ‘এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেব।’
- ইব্রাহীম মাহমুদ/এমআই