Logo

সারাদেশ

বগুড়ায় পুকুর দখলের চেষ্টা ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:২২

বগুড়ায় পুকুর দখলের চেষ্টা ও চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুরে এক পরিবার দাবি করেছেন, স্থানীয় সন্ত্রাসীরা ওসির ছত্রছায়ায় তাদের পুকুর দখল এবং চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালাচ্ছে।

মোছা. সাদিয়া আফরিন মিতু শুক্রবার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে জানান, তার পরিবার শেরপুর উপজেলার ঘোলাগাড়ী ইউনিয়নের খন্দকার টোলার গেইট এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় সন্ত্রাসীদের সমস্যার মুখোমুখি। তিনি অভিযোগ করেন, বিএনপি থেকে বহিষ্কৃত হলেও কিছু ব্যক্তি দলের নাম ব্যবহার করে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

তিনি বলেন, গত ২৯ আগস্ট তার ছোট ভাই মেহেদীকে ডেকে নিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং রাজি না হওয়ায় তাকে মারপিট করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়। এছাড়া রাতের অন্ধকারে তাদের বাড়িতে প্রবেশ করে মূল্যবান জিনিসপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র অপহরণ করা হয়। পরে তাদের মোবাইলে একটি সাজানো ভিডিও ধারণ করা হয় এবং হত্যাসহ ভয়ভীতি দেখানো হয়।

সাদিয়া আফরিন মিতু অভিযোগ করেন, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মইনুদ্দিন অভিযোগ নিতে অস্বীকার করেছেন। এতে তারা ধারণা করছেন, ওসির ছত্রছায়ায় সন্ত্রাসীরা অপকর্ম চালাচ্ছে।

তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা এবং ন্যায় বিচারের জন্য সহযোগিতা কামনা করেছেন। মামলাটি বর্তমানে পিবিআই তদন্তাধীন রয়েছে।

  • জুয়েল হাসান/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর