চরফ্যাসনে মা ইলিশ রক্ষায় অভিযানে ৭ ট্রলার জব্দ, ২৬ বরফকল সিলগালা

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৩৪
---2025-10-05T202850-68e281df0b83f.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দুই দিনে ভোলার চরফ্যাসনে ৭টি মাছ ধরার ট্রলার জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এছাড়া ২৬টি বরফকল সিলগালা করে সেগুলোর বৈদ্যুতিক সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
রোববার (৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।
তিনি জানান, ৪ অক্টোবর থেকে ৫ অক্টোবর বিকেল পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এমদাদুল হোসেনের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সহায়তায় উপজেলার বেতুয়া, নতুন স্লুইসগেট, সামরাজ, মাইনউদ্দিন ঘাট, খেজুরগাছিয়া, পাঁচকপাট, আটকপাট, নুরাবাদ ও বকশি মৎস্য ঘাটে অভিযান চালানো হয়।
অভিযানে ২৬টি বরফকল সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় নদীতে মাছ ধরার অপরাধে ৭টি ট্রলার আটক এবং মাঝিদের কাছ থেকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ১০ হাজার মিটার অবৈধ ইলিশ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
জয়ন্ত কুমার অপু আরও বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। কোনো অসাধু জেলে বা ট্রলার মালিককে নদীতে নামতে দেওয়া হবে না।’
উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ উপকূলীয় এলাকায় সব ধরনের মাছ ধরা, পরিবহন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করেছে।
- এম ফাহিম/এমআই