Logo

সারাদেশ

সুনামগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত, যুবদল নেতাকে আসামি করে মামলা

Icon

ধর্মপাশা-মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২০:৫৭

সুনামগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত, যুবদল নেতাকে আসামি করে মামলা

মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল রানা।

সুনামগঞ্জের মধ্যনগরে গরু চোরাচালানকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে বিজিবির এক সদস্য গুরুতর আহত হয়েছেন। উভয় পক্ষের গুলিগুলিতে একজন নিহত হওয়ার ঘটনায় মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. সোহেল রানাসহ ৩০ জনকে আসামি করে মধ্যনগর থানায় মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) ধর্মপাশা থেকে জানা গেছে, রবিবার গভীর রাতে সীমান্তবর্তী রুপনগর এলাকায় বিজিবির টহল দলের ওপর অতর্কিত হামলা চালায় চোরাকারবারিরা। তারা ইট-পাথর, বল্লম ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং প্রায় ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা প্রতিরোধ করে।

হামলার সময় বিজিবির নায়েক মো. আখিরুজ্জামান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থার দিকে সংশ্লিষ্টরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

মামলার বাদি সুবেদার মো. ইসরাইল খান অভিযোগ করেছেন, যুবদল নেতা সোহেল রানা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাকারবারি সিন্ডিকেট পরিচালনা করে আসছেন এবং ভারতীয় গরু পাচারের সঙ্গে জড়িত থেকে সংঘবদ্ধভাবে বিজিবির ওপর হামলা সংগঠিত করেছেন। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে তিনি চোরাচালান ব্যাবসা নিয়ন্ত্রণ করছেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সোহেল রানা বলেন, ‘আমি চোরাকারবারিদের সাথে জড়িত নয়, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সঠিক ভাবে তদন্ত করলে অভিযোগের সততা খুঁজে পাবে না।’

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ বলেন, ‘যুবদলের সদস্য সোহেল রানাকে চোরাকারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজিবি আসামি করেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি; অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ জানান, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, বিজিবির দায়েরকৃত মামলায় সোহেল রানাসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, প্রাণনাশের চেষ্টা, অস্ত্র ব্যবহার ও চোরাচালানের অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • মো. ইমাম হোসেন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বিজিবি মামলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর