বগুড়ায় নতুন জাতের ধান চাষে ক্ষতির মুখে কৃষক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২১:৪৪
---2025-10-05T214424-68e292775f8db.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ছোট ফুলবাড়ী এলাকায় কৃষি কর্মকর্তার পরামর্শে নতুন জাতের ধান (ব্রি ধান-১০৩) চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক রুহুল আমিন। তিনি ওই এলাকার ওসমান গনির ছেলে।
রুহুল আমিন জানান, তিনি প্রতি বছর ব্রি ধান-৪৯ চাষ করতেন। এবার কৃষি কর্মকর্তার পরামর্শে তিনি এক বিঘা জমিতে নতুন ১০৩ জাতের ধান রোপণ করেন। তবে ধান পাকতে শুরু করার আগেই গাছগুলো মাটিতে পড়ে যায়। এতে কৃষক পরিবার হতাশা ও বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
রুহুলের বাবা ওসমান গনি বলেন, ‘পাশের জমিতে আগের মতো ৪৯ ধান লাগিয়েছি, সেটি ঠিক আছে। কিন্তু নতুন ধান চাষে বড় ক্ষতি হয়েছে। খরচ গেছে অনেক, কিন্তু ধান ঘরে তোলা কঠিন হয়ে গেছে। কৃষি অফিসের পরামর্শেই বিপদে পড়েছি।’
উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম জানান, তিনি ওসমান গণিকে ১০৩ ধান চাষ করতে উৎসাহ দিয়েছিলেন। তবে ধান পড়ে যাওয়ার প্রকৃত কারণ তিনি নিশ্চিত নন। তিনি বললেন, ‘জমিতে ইউরিয়া সার বেশি দিলে বা মাটির উর্বরতা বেশি হলে ধান পড়ে যেতে পারে।’
শেরপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা খাতুন বলেন, ‘জমিতে গিয়ে দেখতে হবে ধান কেন পড়ে গেছে। যদি কৃষক ক্ষতিগ্রস্ত হন, তবে তাকে প্রণোদনার আওতায় আনার বিষয়টি বিবেচনা করা হবে।’
শেরপুর উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলার ২২৪৬০ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৪৯ চাষ হয়েছে ৯ হাজার ৮০ হেক্টর, ব্রি ধান-১০৩ চাষ হয়েছে ১৪০ হেক্টর, বাকি জমিতে অন্যান্য জাতের ধান চাষ করা হয়েছে।
- আব্দুল ওয়াদুদ/এমআই