Logo

সারাদেশ

হাজীগঞ্জে ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু উদ্ধার

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ২১:৫৩

হাজীগঞ্জে ৫ তলা ভবনের এসির আউটডোরে আটকে পড়া শিশু উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাজীগঞ্জে একটি ৫ তলা ভবনের বাহিরে এসির আউটডোরে আটকা পড়া এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মো. রায়হান নামের ১০ বছর বয়সি ওই শিশুকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা।

তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় এলাকার তালুকদার বাড়ির সম্মুখে একটি ৫ তলার ভবনে (৩য়, ৪র্থ ও ৫ম তলা) আল ইহসান মাদ্রাসা অবস্থিত। মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী রায়হানকে মাদ্রাসা ৪র্থ তলার এসির আউটডোর দাঁড়িয়ে থাকতে দেখে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রায়হানকে উদ্ধার করে শিশুটির মা মাহমুদা বেগম, মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মো. আরিফ বিল্লাহ'র কাছে হস্তান্তর করেন।

শিশুটির আটকে পড়া ও উদ্ধার কার্যক্রম দেখতে স্থানীয় ও এলাকাবাসী'সহ কয়েক শতাধিক লোকজন উপস্থিত হন। তারা ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন।

শিশুটির মা মাহমুদা বেগম জানান, পবিত্র কোরআন মাজিদের ১৮ পারার হাফেজ ছেলে রায়হান। এর আগেও সে যে মাদ্রাসায় পড়ালেখা করেছে, সে মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আজকেও এই মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু নামতে না পেরে ৪ তলায় এসির আউটডোর দাঁড়িয়ে থাকে।

মাদরাসার মুহতামিম (প্রধান শিক্ষক) হাফেজ মাওলানা মো. আরিফ হোসেন জানান, রায়হানকে দুইদিন পূর্বে মাদ্রাসার হিফজ্ বিভাগে ভর্তি করানো হয়েছে। আজ সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এসির আউটডোরে আটকে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে শিশুটিকে তার মা এসে বাড়িতে নিয়ে গেছেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার মা ও মাদ্রাসার শিক্ষকদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে শিশুটি কীভাবে সেখানে আটকা পড়ল, এ বিষয়ে কেউ বলতে পারেনি। তিনি এ ধরনের (আবাসিক) মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকদের সতর্ক থাকার অনুরোধ জানান।

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর