
গ্রেপ্তার মো. আরিফ খাঁ/সংগৃহীত
ঢাকার সাভারে এক কেজি গাঁজাসহ মো. আরিফ খাঁ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি (উত্তর)।
রোববার (৫ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।
গ্রেপ্তার মো. আরিফ খাঁ মানিকগঞ্জের সিংগাইরের মৃদুলিয়া এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ জানায়, সকালের দিকে সাভারের মুনসুর মার্কেটের সামনে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
ওসি মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর- ১৩/৪ অক্টোবর ২০২৫) করে আদালতে পাঠানো হয়েছে।