
ছবি : বাংলাদেশের খবর
নাটোরের বড়াইগ্রামে মমতাজ বেগম (৭০) নামে এক বৃদ্ধাকে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার সরদারপাড়া মহল্লায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মমতাজ বেগম স্থানীয় মৃত শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, স্বামীর মৃত্যুর পর একযুগ ধরে একাই ওই বাড়িতে থাকতেন মমতাজ বেগম। তার এক ছেলে জাকির হোসেন মঞ্জু বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রসংলগ্ন আরেকটি বাড়িতে থাকেন। আর এক মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়ির দেখাশোনার জন্য রাখা হয়েছিল দুই গৃহকর্মী—সুফিয়া বেগম (৪০) ও কাজী আবু শামা (৬১)।
রাতের খাবার শেষে নিয়মিত দায়িত্ব পালন করে প্রহরী কাজী আবু শামা এশার নামাজ পড়ে বাড়িতে ফেরেন। তখন ঘরে ঢুকে দেখেন মমতাজ বেগম রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন, তার মুখমণ্ডল থেঁতলানো। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, মমতাজ বেগমের শরীরে থাকা কয়েকটি স্বর্ণালংকার খোয়া গেছে। তাদের ধারণা, ফাঁকা বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেই দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী সুফিয়া বেগম ও প্রহরী কাজী আবু শামাকে থানায় নেয়া হয়েছে।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সুমন চন্দ্র দাস বলেন, ‘এটি নৃশংস হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
নাজমুল হাসান/এআরএস