Logo

সারাদেশ

ফেনীতে শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহার সুপারিশে জাল স্বাক্ষরের অভিযোগ পিপির

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:২৮

ফেনীতে শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহার সুপারিশে জাল স্বাক্ষরের অভিযোগ পিপির

ছবি : বাংলাদেশের খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারের সুপারিশ প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেছেন ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেছবাহ উদ্দিন খান।

রোববার (৫ অক্টোবর) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

এর আগে শুক্রবার একটি জাতীয় দৈনিকে ‘জুলাই শহীদ শিহাব হত্যা মামলা প্রত্যাহারে মন্ত্রণালয়ে সুপারিশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে আইন মন্ত্রণালয় থেকে পিপির কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি লিখিত বক্তব্য মন্ত্রণালয়ে পাঠান।

পিপি তার লিখিত বক্তব্যে বলেন, ‘কোনো একটি পক্ষ আমার স্বাক্ষর জাল করে মামলাটি প্রত্যাহারের সুপারিশ করেছে। এর সঙ্গে পিপি কার্যালয় বা মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি জড়িত নয়।’

তিনি জানান, শিহাব হত্যা মামলায় তার মা মাহফুজা আক্তার বাদী হয়ে ১৫১ জনকে আসামি করে মামলা করেছিলেন। মামলাটি এখন চার্জশিট পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পিপি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীর মহিপালে শিহাব হত্যা মামলাটি (জিআর-৩৭২) প্রত্যাহারের কোনো সুপারিশ করা হয়নি। ফেনী থেকে ৫৮০টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে, সেগুলো আওয়ামী লীগ সরকারের সময়ে ৫ আগস্টের আগে দায়ের করা।

মামলায় আবদুল্লাহ আল মহসিন ও আবুল কালাম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়া হয়েছে—এমন প্রশ্নের জবাবে পিপি বলেন, “আমি এ বিষয়ে কিছু জানি না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, অ্যাডভোকেট হুমায়ুন কবির বাদল, অ্যাডভোকেট রেজাউল করিম তুহিন ভূঁইয়া প্রমুখ।

অন্যদিকে এ বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, “শহীদ শিহাব হত্যা মামলার আসামি তালিকায় আবদুল্লাহ আল মহসিন ও আবুল কালামের নাম নেই। তাদের গ্রেপ্তারও করা হয়নি।”

এম. এমরান পাটোয়ারী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান হত্যা / খুন সংবাদ সম্মেলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর