Logo

সারাদেশ

বিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩২

বিলোনিয়া সীমান্তে পতাকা বৈঠকে ২ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

ছবি : বাংলাদেশের খবর

অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্তে বিজিবি-বিএসএফের দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

আটক দুজন হলেন—ঢাকার রামপুরার খিলগাঁও এলাকার মো. হাবিবুল হকের ছেলে মারশাফিউল হক (৩১) এবং কক্সবাজারের ঝাউতলা এলাকার মো. জাফর আহমদের ছেলে মাজহারুল ইসলাম (২১)।

জানা যায়, রোববার দুপুরে স্থানীয় দালালের সহায়তায় অবৈধ পথে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন তারা। এসময় ভারতীয় বিএসএফ তাদের আটক করে।

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, রোববার বিকেলে দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সোমবার আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস
ফেনী

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি বিএসএফ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর