Logo

সারাদেশ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হাবিব গ্রেপ্তার

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৮

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য হাবিব গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর ও মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় ডাকাতি, খুন, চুরি ও মাদক সংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে।

রোববার (৫ অক্টোবর) ভোরে নওগাঁ সদর মডেল থানার বিজিবি ব্রিজ মোড়ে পুলিশের নিয়মিত চেকপোস্টে এ ঘটনা ঘটে। সন্দেহজনক মোটরসাইকেলে তিন আরোহীকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। ধাওয়ার পর হাবিবকে আটক করা হয়। তার সহযোগী দুজন পালিয়ে যায়। এসময় একটি লাল অ্যাপাচি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হাবিব শুধু ডাকাতি নয়, খুন ও মাদক পাচারেও জড়িত। তিনি বিভিন্ন জেলায় অপরাধী নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করতেন।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ‘হাবিবের গ্রেপ্তারের মাধ্যমে একাধিক জেলার অপরাধ চক্রে আঘাত হানা সম্ভব হয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।’

আটক হাবিবের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া দুই সহযোগীকে ধরতে অভিযান চলছে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডাকাতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর