মদনে পূর্বশত্রুতার জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১১
ছবি : বাংলাদেশের খবর
নেত্রকোনার মদনে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হারুন চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা ও ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রাম একে অপরের সাথে সন্নিকট। কৃষক হারুন চৌধুরী রবিবার সন্ধ্যায় শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে যান। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে তার তর্ক হয়। এরপর কয়েকজন মিলে হারুন চৌধুরীকে মারধর করে।
অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী জানান, ‘আমার চাচা শ্রমিক খুঁজতে পাশের গ্রাম রুদ্রশ্রী গিয়েছিলেন। এ সময় শাহাবুদ্দিন ও কয়েকজন লোক তাকে মারধর করেন। চাচাকে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।’
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েব হোসেন বলেন, ‘মৃত ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। শরীরে কিছু আঘাতের চিহ্ন রয়েছে।’
মদন থানার ওসি শামসুল আলম শাহ বলেন, ‘একজন কৃষককে পিটিয়ে হত্যার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালেই রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নিজাম তালুকদার/এআরএস


