Logo

সারাদেশ

শিক্ষকরা সমাজ গঠনের মূল কারিগর : মাগুরার ডিসি

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৫

শিক্ষকরা সমাজ গঠনের মূল কারিগর : মাগুরার ডিসি

ছবি : বাংলাদেশের খবর

মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেছেন, শিক্ষক সমাজ গঠনের মূল কারিগর। শিক্ষকদের নিষ্ঠা, প্রজ্ঞা ও আদর্শচর্চার মাধ্যমেই আলোকিত প্রজন্ম গড়ে ওঠে। বর্তমান প্রজন্মকে মানবিক ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শিক্ষকরা শুধু পাঠদান করেন না, তারা সমাজের নৈতিক দিকনির্দেশনাও দেন। তাই সমাজে শিক্ষকদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও মর্যাদা প্রদর্শন করা সকলের দায়িত্ব।

রোববার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর কবির, মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

তাছিন জামান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর