কুড়িগ্রামে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৯
-68e339e5b40f4.jpg)
ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) দুপুরে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় একটি মাদ্রাসা থেকে ফেরার পথে নুর হোসেনের ছেলে বাবলু মিয়া বজ্রপাতে নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত বাবলু মিয়া ওই এলাকার একটি এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।
অপরদিকে বামনডাঙ্গা ইউনিয়নের চর লুসনী গ্রামের আবুল কাশেমের ছেলে সহিবর রহমান পাশের জমিতে ঘাস কাটার সময় বজ্রপাতের শিকার হন। তাকে উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বামনডাঙ্গা ইউনিয়নের চর লুসনী ও নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুরে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
নূর-ই-আলম সিদ্দিক/এআরএস