সীতাকুণ্ডে সিএনজির ধাক্কায় বাংলা শিক্ষক নিহত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শেখপাড়া বাইপাস এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সীতাকুণ্ড সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা ইন্সট্রাক্টর দিদারুল আলম চৌধুরী (৫২) নিহত হয়েছেন। রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত দিদারুল আলম চৌধুরীর বাড়ি রাউজান উপজেলায়। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জহুরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জামশেদ আলম/এআরএস

