Logo

সারাদেশ

শ্রীপুরের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন আর নেই

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১০:১৪

শ্রীপুরের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন আর নেই

সাংবাদিক জামাল উদ্দিন। ছবি : সংগৃহীত

দৈনিক আজকালের খবর পত্রিকার গাজীপুরের শ্রীপুর উপজেলা প্রতিনিধি জামাল উদ্দিন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন জামাল উদ্দিন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

তার বড় ছেলে তানভীর আহমেদ নিলয় জানান, গত ১৮ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে বিএমইউ-তে স্থানান্তর করা হয়।

সাংবাদিক জামাল উদ্দিন উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং মৃত মোসলে উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি স্থানীয় গণমাধ্যমে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান, সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি বলেন, ‘সাংবাদিক জামাল উদ্দিন আমাদের প্রিয় সহকর্মী ছিলেন। তিনি সবসময় সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’

জামাল উদ্দিন মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্র এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৬ অক্টোবর) সাংবাদিক জামাল উদ্দিনের প্রথম জানাজা মাওনা উচ্চ বিদ্যালয়ের মাঠে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় জানাজা উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গ্রামের বাড়িতে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

আতাউর রহমান সোহেল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর